উদ্ধত আস্ফালন থেমে গেছে বহুকাল,
বানিজ্য সূর্য শীত ঘুমে।
আর কতকাল বুক দিয়ে
রাত্রিকে ঠেলে ঠেলে শ্বাপদের মতো
                       হেঁঁটে চলব আমরা?

কত অশ্রু
       প্রতিদিন
              মিশে যাচ্ছে বুকের পাঁঁজরে,
আর কতো পরীক্ষা দেবে প্রেম?    
গ্লোবালাইজেশন মুখথুবড়ে গৃহকোনে,
বিনোদন বাক্সে ও কোভিড-১৯,
আসলে, ৭০০ কোটি মানুষই আজ
           কোভিড পজিটিভ।          

এবার,
নিরাপদ হোক এ বিশ্ব,
কবিতার মতো প্রস্ফুটিত হোক
      মানব জীবনের দিন-রাত,
         শুভেচ্ছা বৃষ্টিতে ভেসে যাক
                               দেশ-দেশান্ত।

গীর্জায় গীর্জায় বেজে উঠুক ঘন্টা ধ্বনি,
আজানের সুরে আন্দোলিত হোক
          ঊষার অভিমানী আকাশ,
মন্দিরে মন্দিরে মন্ত্র উচ্চারনে
      পবিত্র হোক ক্ষমাশীল মানুষেরা।

সকল দুঃখ শোক নিবেদিত হোক সৃষ্টি কর্তার চরনে -
"বুদ্ধং শরনম গচ্ছামি। ধর্মং শরনম গচ্ছামি।"