সব তীর্থের শেষে,
দেখা হল আজ সন্ধ্যা সমীরে
কবিতা তীর্থে এসে।
বুকের ভিতরে দেখি,
দুঃস্বপ্নে মহেঞ্জোদড়ো
নীরবে দিচ্ছে উঁঁকি।
একা জেগে থাকা চাঁঁদ,
অন্ধকারের পৃথিবী থেকে
সরায় মৃত্যু ফাঁঁদ।
ঘুম ভেঙে জাগে মাঠ,
কালো কৃষকের বিদীর্ণ পায়ে
সবুজেরা খোলে হাট।
ফুল হাসে অবশেষে,
বাতাসের সাথে আকাশের নীল
রোদ্দুরে যায় ভেসে।
মানব তীর্থে এসে,
কবিতার সাথে দেখা হয়ে যায়
ইতিহাসে যাই মিশে।