ভ্যাকসিনের নিডিলের তীক্ষনতায় বিদীর্ণ বিপ্লব
মৃত্যু আর রক্ত মাখা-মাখি করছে,
খেলতে খেলতে শিশুরা ঘুমিয়ে পড়েছে পরিত্যক্ত পিপি-ই কিটের পাশেই,
নিশ্বাস-এ মিশে যাচ্ছে বিশ্ব-ব্যাপী অর্থ গৃধ্নের লালারস, .......
ষোড়শী কবিতারা আবার ঋজু-রেখ ভঙ্গিমায়
দাঁড়িয়েছে বর্ণহীন পতাকার নিচে।
ভ্যাকসিনের কাঁটা পাঁজর ভেদ করে এগিয়ে চলেছে মস্তিষ্কের দিকে;
স্বরতন্ত্র বিদ্ধ করার আগেই সর্বোচ্চ শক্তিতে
শেষ শব্দোচ্চারণ করে যেতে পারলে খুব ভালো হতো !