অতিমারি মারছে বলেই
মরেই বাঁচি সকল কাজে।
ঘরের তালা আজ ভাঙা নয়,
ঘরেই থাকি বন্দী সাজে।
বিপদে আজ চাইছি রক্ষা
ভুলেছি তোমার কাঙ্ক্ষিত বাণী।
বদলে ফেলেছি প্রার্থনা, কারন
আমরা অমেরুদণ্ডী প্রাণী।
তোমার বাসনা হয়নি পুরন
ফেরেনি অরণ্য সভ্যতা।
লকডাউনে দূষণ কমেছে
প্রকৃতি পেয়েছে স্বচ্ছতা।
তোমার দর্শন মেনে যদি হত
প্রগতির এত বিকাশ
রোগে-শোকে ভুগে মহামারি হাতে
হত না প্রাণের বিনাশ।
দেড়শ বছর পেরিয়ে ও তবু
হারায়নি প্রাসঙ্গিকতা।
যুগ যুগ ধরে তোমার চরণে
নত করি সবে মাথা।