হঠাৎ ভয়শূণ্য হয়ে উঠে যাচ্ছি
হিমালয় ছাড়িয়ে, মেঘ ছাড়িয়ে, আকাশ গঙ্গা ছাড়িয়ে, .........
একান্ন পিঠের বর্ণমালা সংকুচিত হতে হতে
দ্বিতীয় স্বরে এসে ঠেকেছে।
ডানা ভাঙা রৌদ্ররা
কৃষকের সব ঋণ শোধ করে দিয়ে
ওজনহীন, শর্তহীন
ন্যায্য হাসির দেশে
পৌঁঁছে গেছে।
টম চাচার কুটিরের একটু দূরে
শেকল পরা রাস্তার পাশে
অন্ধকারেরা ঘুরে বেড়াচ্ছে।
লাল, হলুদ, সবুজ পাতার ফাঁঁক দিয়ে
উঁঁকি দিচ্ছে বিবর্ণ ভাঙা আসবাব,
টুকরো হওয়া প্লেট, প্লাস্টিকের মগ,
পারিবারিক খুনসুটির
খণ্ড খণ্ড স্মৃতি চিহ্ন।
কেবল অব্যক্ত কিছু অভিমানী কথা
প্রতিধ্বনিত হতে হতে
দিশাহীন ঘুরে বেড়াচ্ছে গলির ভেতর
বেয়াড়া, বখাটে দুঃস্বপ্নরা
ভোরের নির্জনতা চুরি করতে এসে
ধরা পড়ে যায় এক গুচ্ছ রজনীগন্ধার মতো
ধবধবে আলোর কাছে।
ঘুম ভাঙে। জনতার স্রোত নদীর মতো বেয়ে চলে
চেতনার সবুজ প্রান্ত ধরে।