সাধারণ নিম্ন মধ্যবিত্ত মন নিয়ে কবিতা লিখতে বসলাম -
বৃষ্টির ফোঁটার মতো গড়িয়ে গেল রাত
আলো থেকে অন্ধকারের দিকে
রাত্রি কখনোই ভোর হলো না
কবিতা এলোনা আমার কথায়, আমার কলমে
সাধারণ মধ্যবিত্ত মন নিয়ে কবিতা লিখতে পারলাম না
সাধারণ মধ্যবিত্ত মন নিয়ে কবিতা লিখতে বসে
কেবল আবিষ্কার করলাম
কয়েক টুকরো পাথর, রক্ত, মাংস, আর
কিছু আদিম দুঃস্বপ্ন।