নিভে যাওয়া প্রদীপের দিকে তাকিয়ে
                               ডেকে উঠলো পেঁচা,
সন্ত্রস্ত শব্দ-শাবকেরা ফেরার,
গুটি-শুঁটি, আস্তানা অভিমুখী, ......


ডুব সাঁতারের পরিমাপযোগ্য গভীরতায়
অসংখ্য মানুষের ভীড়,
                             ঠাসা-ঠাসিতে বিধস্ত!
অঘোষ-বর্ণ উচ্চারী -- তুমি কোথায়?


চিরুনি-তল্লাশির শূন্য অবশেষ!
কোথাও কি প্লেক্টোনিক প্লেটের
পুনর-বিন্যাসের পূর্বাভাষ আছে?


মহাপ্রস্থানের পরবর্তী অন্তর্দশা
অনাকাঙ্ক্ষিত ভাবে বিস্তৃত হয়ে চলেছে।
তবু, হিমালয়-উচ্চ মানুষের পদধ্বনির পথ চেয়ে
                    আজও বিরামহীন সূর্যোদয় হয়।