ঘোমটার আড়াল সরিয়ে বেরিয়ে আসছে
                                          দুঃসময়!

স্বাধীনতার সূর্যোদয় দেখবে বলে
যারা দাঁঁড়িয়ে ছিল স্যানিটাইজার হাতে
তাদের ঘিরে ধরেছে মদির বাতাস
                তারা ডুবে যাচ্ছে
                      বাদশাহী নর্দমার
                            অমিত জঞ্জালে।

এক শতাব্দী অভিমানে কেঁদে চলেছে বসুন্ধরা ......

হাজার-লক্ষ-কোটি পেরিয়ে সূর্য ও আলোহীন,
করোনাক্ত বাতাসে লবণাক্ত হিংসারা খেলে বেড়াচ্ছে
                                 রাজনৈতিক উগ্রতায়।


আর কতো ধর্ম-শাড়ীতে তোমাকে মুড়ে রাখবো
                                       স্বাধীনতা ?