গোলাপ
কাঁঁটা সরিয়ে গোলাপ তুলেছি অনেক, কাঁঁটা ঝোপে গোলাপ খুঁঁজিনি।


                             দৃষ্টি
চোখের ভেতর দিয়ে চোখ দেখব বলে দৃষ্টিহীন হয়ে গেলাম।


                             যীশু
রক্ত ঝরেছিল বলে ভক্তরা আজ ও তোমায় ভালোবাসে।


                             সন্ধানী
সাগর জলে জাল ফেলেছি হৃদয় রতন ধরব বলে।


                             পথ
সবাইকে যেতে দিলে, নিজে কেন রইলে অবিচল?