শুঁড়ির দরজায় দাঁড়িয়ে আড়ি পেতে আছে রাত
হাত বাড়ানো বাতাসের আলিঙ্গন উপেক্ষা করে
মাতাল ডানায় উড়ে যাচ্ছে জোৎস্নার ঢেউ
এই ব-দ্বীপ হীন বুভুক্ষু রাত্রি-সাগরে
নির্লিপ্ত ডুবে যাচ্ছে একটি অবগুণ্ঠন

কেবল,
ঝোপের শীর্ণ-নখরে আটকে থাকা দু'একটা অসফল চেষ্টার সাক্ষী
আকাশ-গঙ্গা জুড়ে জেগে থাকা অধোবদন তারাদের দল