চাঁঁদ ঠোক্কর খাচ্ছে বুকের পাথরে।
অমাবস্যা দাঁঁড়িয়ে আছে প্রেমের দরজায়।
সূর্য লং মার্চ করছে আকাশ গঙ্গা জুড়ে।
নখর আঙুল দিয়ে মরু ঝড়ের পাঁঁজর
ছিঁঁড়ে ফেলছে ক্যাকটাস। রক্তের স্রোতে
ভেসে যাচ্ছে সবুজ স্বপ্নের পরিখা।
ঘাসের সজ্জা থেকে উড়ান দিচ্ছে শিশিরের দল।
এক টুকরো রুটি দাও - না উড়তে শেখা পাখিগুলি বাঁচবে।