'কা, কা' করে কেন
কাকেদের ছানারা
ভেবে খোকা ভ্যাবাচ্যাকা
নেই কুল কিনারা।
ছাগলের ব্যাঁঁ, ব্যাঁঁ,
গরুদের হাম্বা,
কী করে তা হ্য় সব
জানে জগদম্বা।
ম্যাঁঁও ম্যাঁঁও বিড়ালের,
শেয়ালের হুক্কা,
বাঘেদের ডাক শুনে
পাবে প্রাণ অক্কা।
যত ডাক পশুদের
পাখিদের ভিন্ন,
বলো দেখি কোন ডাক
মানুষের চিহ্ন?