অহংকারী আস্তিনের অন্তরালে
            ক্ষমতার আত্মম্ভরিতার উল্লাস,
ধর্মের ধ্বজা উড়িয়ে অধর্মের ব্রত উদ্ যাপন,
বিবর্তনের কী নিদারুণ সরলীকরণ!
বিধর্মীদের রক্ত পান করতেই হবে,
বুকের ভেতর থেকে উপড়ে নিতে হবে সাহস;
ত্যাগের প্রতীক বর্ণ হবে প্রতিহিংসার প্রতিরূপ।


প্রগাঢ় দুঃস্বপ্নের প্রাচীরে জন্ম নেওয়া
          চেতনার উনবাঞ্ছ নদী - চোরা-স্রোত,
প্রাণ প্রবাহী গঙ্গা-যমুনা বা কৃষ্ণা-কাবেরী নয়;
বিক্রীত জন-জীবনের দৈনিক রোজ রোজনামচা,
তরাই-উৎরাইয়ে বহতা অসন্তোষের
পূঞ্জীভূত বিবেকের বিদেহী আত্মা, আলোহীন সূর্যোদয়।