শীতের শিশিরের মতো সবুজ ঘাসের উপর
নিশ্চিন্তে ঘুমিয়ে আছে বিকেলের রোদ্দুর,
বড়ো অবহেলায়।
উড়ে যাচ্ছে ক্লান্ত মেঘ দৃষ্টিহীন,
লক্ষ্যহীন, অবিন্যস্ত, ইতস্ততঃ।
কোথায় চলেছো সহযাত্রী পথ?
তুমি কি বড় শূণ্য আজ?
গাছেদের নবান্ন উত্সবে যোগ দিতে
পাখিরা দল বেঁঁধে উড়ে আসছে,
তুমি ও কি যাবে সে আসরে?
শরীরের ঘাম মুছে উঠে দাঁঁড়াচ্ছে খোলা মাঠ,
সদ্য সাগর স্নান সেরে ছুটে আসা দক্ষিণী প্রবাহতার সঙ্গে
সান্ধ্য রাগের আসরে যোগ দেবে সে।
ছায়ার মখমল বিছিয়ে মঞ্চ সাজাচ্ছে রাত্রি-কন্যা।
সুগন্ধি শ্বেত পুস্পে শুরু হবে নবীন বরণ।
সে কি আসবে, যার প্রতীক্ষায় এত আয়োজন?