হৃদয়ে মম বিরহ-বেদনা বাজে,
এ কি রঙ্গ দেখি প্রেমের মাঝে,
রচিয়া গভীর প্রণয় একি তাহার সাজে?
অতি কুণ্ঠিত কাষ্ঠ-দগ্ধ ঠেকে মোর প্রাণ।

তাহার কমলোচনে কী মুগ্ধতা ছিল,
এক নিমিষে প্রাণ কাড়িয়া নিল,
তবে কি কিছু ভ্রম হইয়াছিল?
অমর প্রেমের রাখিল না সে মান।

ভালো তারে বাসিয়া ছিলাম অনেক যতনে,
নিভৃতে সে ছিল আমার নয়নে,
আমি কি রহিব এখন তাহার স্মরণে?
মনেতে বাজিছে শুধু তার-ই কলতান।

সে করিয়াছিল আমার হেতু পণ,
ভালো সে বাসিবে আমায় আমরণ,
এখন কি তার স্মৃতি কাঁদাবে সারাক্ষণ?
বিরহ বেদনায় আমি বাঁধিয়াছি গান।

যে প্রেমেরে আমি পবিত্র ভাবিছিলাম,
কাঁদিয়া তাহারে জলাঞ্জলি দিলাম,
জানিতে চাহি আমি কি দোষ করিলাম?
করিব না আবার প্রেম ধরিলাম কান।

শুধু চাই সে ভালো থাকুক চিরকাল,
আমিও দেখিতে চাই নতুন সকাল,
এই ভাবনায় আর জ্বলি কতকাল?
জীবন গড়াই হয়তো আসল বিধান।