যুগটা নাকি বদলে গেছে বলছে দাদু-দিদারা
সইছে তারা সকল দুঃখ হয়ে বড়ো বেচারা।
নাতিরা আর শোবার আগে দাদুর গল্প শোনেনা
কী এক নাকি যন্ত্র এখন হয়েছে তাদের আস্তানা।
ছেলেবেলার লুকোচুরি হয় না তো আর খেলা
গ্রন্থাগারে মানুষ ছাড়া থাকে বইয়ের মেলা।
প্রতিযোগিতার যুগে সবাই ভুলেছে বাঙালি সংস্কার
সমাজ খানা তাদেরই গড়া, তাদেরই ভীষণ দরকার।
বয়স তাদের হয়েছে অনেক, শরীরে নেই সুখ
তাদের ভালোবাসো, সম্মান করো,আর দিওনা দুখ।