যাচ্ছিলাম বড়ো-বাড়ি,আজ না ওদের মেয়ের বিয়ে,
গ্রামের নবীনকাকা ব্যাজার মুখে বসে রাস্তায়,
ভাবলাম ভালমন্দের খবর কিছু শুধায়,
ও কাকা,কাল পরব,চলো ঘুরে আসি বাজার গিয়ে!
'না ভাইস্তা, জমিতে ভীষণ কাজ,মন নাই ভালো
জমিতে ঢেলে দিলাম জমানো সমস্ত টাকা,
ফসল তো তবুও ভালো হয় নাই কাকা,
বেটির নতুন জামা,হবে না কেনা, ফসলের দাম পড়ে গেল!’
এরা গরিব কৃষক, খেটেখুটে নিজে খারাপ খায়,
যাই কাকার চালেই ওদের পোলাও হবে খেয়ে আসি,আমার কিসের দায়?