আমি কত স্বপ্ন দেখে,
করেছিলুম ভালোবাসা।
তাকে নিয়ে ছিল আমার,
শত নয় হাজার আশা।
ভেবেছিলুম সঙ্গে নিয়ে,
আমি তাকে বাঁধব ঘর।
কিন্তু এখন চেনাই দায়,
কে যে আপন কে যে পর।
সাধটা ছিল হানিমুনে,
আমরা যাব সিমলা চলে।
এখন দুঃখে প্রাণ চলে যায়,
কাঁদব কোথায় পরাণ খুলে।
যা ছিল সব ইচ্ছে যত মনের ওই গভীর ঘরে,
ভুলিয়ে দিয়ে সেসব কিছু বাঁচব এখন চিরতরে।
চুকিয়ে দিয়ে দেনাপাওনা আর আছে সব হিসেব যত,
মনের ঘরে বাঁধ দিয়েছি কখনও প্রেম করব না তো।
তাই তো বলি বন্ধুগন,
চলো এবার বৃন্দাবন।
ভুলিয়ে দিয়ে সকল ব্যাথা,
বাঁচতে হবে একা একা।
সঙ্গে নাহি প্রেম আর রবে,
স্বপ্ন এবার পূরণ হবে।