ধজভঙ্গ অননাঙ্গ সারাঙ্গে ধসিয়া সজোরে কষিয়া কাড়িয়া লইয়াছে সব রস-কষ-নির্যাস। দিন দিনান্ত অন্ত্র তন্ত্র দু-দহ দ্বন্দে শোনেনি মন্ত্র, করিয়াছে সব শেষে; পরিয়াছে আপন কর্ম দোষে। অন্দরের সাদর আনন্দ আজও জোটেনি, দেখেনি কোন শির মনি, খোঁজেনি কোন রাত্র মিত্র সজনী। সাধাসিধে জীবন বেঁধে ধজভঙ্গ সর্বাঙ্গ চলিছে বিকল, টানিয়াছে নিম্নদেশে মৃত্তিকার দল। বল! কোন উর্ধপানের বল, মাতাল হয়ে লুটবে এ সাজানো ধরাতল?
কিসের প্রাপ্তি সনে মন বনে পরিতৃপ্তি
সে কি লাজুক দেহের কামুক দীপ্তি!
অগ্নি গিরির গর্জন আর উঁচু ঢলের বর্ষণ
বীরোত্তম মস্তকের যুদ্ধ শেষে আত্মসমর্পণ!
পাহাড়ের পদ দেশে শীতল স্রত ধাবন
সাময়িক সুখের সলিল সমাপন।