নীরব মনে আর বসে থেক’না
মনের ঐ জালানা খুলে দেখ’না,
মিটি মিটি তারা
দিচ্ছে তোমায় ইশারা
দুঃসম্ভর দুঃখ গুলো আর লুকিয়ে রেখনা
সুখ উজ্জল সুখী মনে একরাব তাকিয়ে দেখ’না।
মধ্য আকাশের ঐ মেঘ গুলো
বেসেছে তোমায় কতযে ভালো;
দুর দ্বীপ পানে নিখোঁজ আসমানে
নিয়ে যাবে শুধু তোমায়, বলেছে কানে কানে।
নিভিয়ে ফেল কষ্টগুলি
মুছে ফেলো যাতনার ধুলি
প্রবল পবনে প্রশান্তি লাগুক প্রানে
মনোহিত সুখের মিতা আনুক মনে;
ভুলে যাও দুঃখের সমাধি
তুলে নাও সুখ নিরবধি।