নদী ঘুমায় পাহাড়ের বুকে, দোষ না দেই পৃথিবীর
রাতারাতি মানিক-রতন হয়ে উঠল মহাবীর
হাহাকারে হুঁশ হারায়ে, ভেড়ার লোমে তারার বাতি গুনি..
গঙ্গা স্নানে শুদ্ধ হয়ে এখন কেন বদনাম শুনি।
পরের কারণে স্বার্থ দিয়ে বলি
ভ্রমরের কারণে কলঙ্কিত বাগানের গোলাপ কলি,
সরিতে চন্দন গোয়ালায় পড়ুক
কৃষ্ণা মেঘে ময়ূর পালে মিলুক
উন্মোচন হউক সুন্দরের সৌন্দর্য।