আমি এক সাধারণ ব্যক্তি
সাধু সকল উক্তি করি সদা ভক্তি
সত্যে আছে শক্তি তাতে মিলে মুক্তি
দেই নে আমি অসংগত যুক্তি
চিরন্তন চলছে যে রূপ দিবা- রাএি
যে রূপে রয়েছে চন্দ্র-সূর্যের মৈএি
দিব্যজ্ঞানে যে রূপ সাধু জানে
পূর্ণ-প্রলয় লুকিয়ে আছে যেখানে
মহা পবিএ মহাশক্তি সৃষ্টি সুএ যেখানে
তাহার কথা না বলি ভাই
ভেবে ভেরব তার কূল না পাই;
এ ক্ষুদ্র জ্ঞানে তার ধারন ক্ষমতা নাই।
যে জন বলে-দিব্যজ্ঞানে চলে আমার দেহ মন
সে জন সাধু সত্য বলে তাঁহার প্রিয়জন।
আমি পাপী অনুতাপী
মন্দ-ভালোয়;
আঁধার-আলোয়
তাঁহার ইচ্ছায় জীবন যপি।
দুঃখের পরে সুখ আসে; মেঘের তলে সূর্য হাসে, ব্যর্থ হলে তীর্থ মন গড়ে আবার নব স্বপন। একই জীবন কত’না রকম; না না সময় না না ভাবনায় মেতে রয়। কখনও আপন অধিক আপন; আবার কেহ আপন নয়।
দিনের আলোয় ভুবন ভরে
দেখি সূর্য হাসে আকাশে,
আঁধার তখন পালায় দুরে
ব্যর্থতার দরুন হতাশে।
প্রকৃত রূপে পৃথিবীটা আঁধারে ঢাকা। ভূগর্ভ তল; উর্ধ গগন বল;মধ্য শূন্য স্থল সবই যে মসি মাখা। সূর্য সে তো নুরের খণ্ড, সৃষ্টি অবধি জ্বলছে আর তার কাছ থেকে পৃথিবী আলো ধার করছে...
নুরের শশী আছে বলে অধাঁর মসী পূর্ণ হরষী
                                 না হয় বিদ্বেষী।
অর্ধ ভাগে নিয়ন অনুরাগে আবেগী সত্তা জাগে
তাই হয়তো এ বস বাসের বসুধারা চলছে আজও
                          দিবা-রা এ ভাগা ভাগে।