বৃষ্টি আসে মুক্ত আকাশে
দোলে দোলে
কলমি ফুলে
ভেজা সমীরণ ,
গুন গুন গুন
শ্রাবনও হাওয়া।
ছুঁয়ে যায় ছুঁয়ে যায়
আলতো মেঘ চুমোয় পড়ে,
ভ্রমরারও ঘুম ভাঙে
উড়ে যায় ভিজে ফিঙে
বাদল তালে
দুলে দুলে ঐ সমীরণ।
কলমি ফুলে কত রং
আহা ভিজে ভিজে
যায় যেন মুছে,
আজি বৃষ্টি ঝড়ে মুক্ত নীরে
ধীরে ধীরে ধীরে ধীরে;
ছম ছম সুর ছন্দে
বৃষ্টি ঝড়ে ধীরে ধীরে।
নয়নেরও নীলে মিলে
খোঁজে ঐ মেঘের তলে
সুরেরও এই বেলায়
মিলেনেরও মেলা।