আজকে আমি শান্ত অতি
রতির ক্ষতি কাটিয়ে জ্যোতি
পেড়েছ শ্লিষ্ট কায়,
চিন্দ্রমাকে ঢাকলে মেঘে
পবন এল তীব্র বেগে
লাজুক আজি লাজে না শােভা পায়।
আধাঁর রাতের মায়া বলে
প্রেমবলে তার অতিন্দ্র হারায়
তখনও প্রেমি প্রেমেতে মজায়।
যাহাতে গুনী গুনীতক ধায়
রজে রজে মেঘ বরষায়
তাহাতে আমার পরম সীমা লঙ্ঘিতে কে যেন বাতলায়।