রঙে ঢঙে সং সেজে কেটেছে বেলা বেশ
অধিক শেষে ক্ষনিক মিশে- রয় যে বিদ্বেষ।
সাজের বলায় ফুলে ফুলে ভরেছিল আসর
ভর বেলাতে বাসি ফুলে সাজাই দেহ বাসর।
যাহার আছে যৌবন ধনবুঝবে কি সেই সুজন
কি সে ধরি জ্বলে মরি- কত স্বাধের যৌবন।
বেলায় বেলা হারিয়ে যাবে, রঙের ভবে
অবেলায়ে জ্বলবে প্রদীপ নীভে নীভে।