আমার ইচ্ছা সকল অবিকল চুরি করেছ তুমি, লাজুক-লতা তৃণ-পাতা সবুজে সবুজে অরন্য ভুমি, মরুর মাঝে তৃষ্ণা মিটে কল্পনাতে এলে তুমি। সর্বসাধন করি ; তোমায় ঘিরে সব বাহানা করি জনমও ভর।
এসো হে.. সখা হে..অতি গোপনে
এ অন্তরে
অতি সাধনে বাধিঁব যতনে
এই রাঙা মনে।
এসো তুমি ক্ষনিক্ষনে সুখ প্রহর গুনে,
বর্ষনঘন সন্ধ্যায় সাদা বলাকা যেন নীড় ফিরে পায়
তোমারই আগমনে।
এসো হে বাধাঁ নেই; দুরে যা হারাবেই
তীর হারা যত যারা
খুজেঁ পাবে তোমাকেই।
যে আমারে বুঝতে পারে বলি যে তারে- তুমিও কি বুঝতে চাও নিজেরে? তবে এ অন্তরে খুঁজে খুঁজে পাবে শুধুই তোমারে। তোমার কি আছে আমার প্রতি বিশ্বাস। আমাতে হয়েও বিমুখদর্শী,দুর পর্শী না হয় যেন মনবর্শী।আধাঁরেও দেখ তুমি অহর নিশি, সাঙ্গপানে অধর মনে রয়েছি আজও বসি- তোমারই করূনায় নিদারূন মন যাতনায আর আমারই প্রেমার্ত বেদনায়।
নিশিথে কান্দি একা
পরান প্রিয়ারে
পিঞ্জর ভেঙে যাও রে উড়ে
হ্রদয় ব্যাথা বুঝ না।
হেলায় হেলায় বাসলে ভালো
জীবন জ্বালা ফুরায় না।
হ্রদয় ব্যাথা দিও না
পিঞ্জর ভেঙে যেও না
পরান বন্ধুরে।
কত আদর করে পুষঁলাম তোরে
এ অন্তরটারে চিনলি না।