এখানে নিঝুম বনে প্রানীরা সব নির্ভিগ্নে চলাচল করে,মানুষের পদচিহ্ন মুছে দেয় কাঠবিড়ালীর দল, হরিন গুলো মাঝে মাঝে উঁকি মারে, বুনো বড়ই পাতায় সবুজ ফনী দোল খায়,বাগদাস গুলোর চেচামেচিতে পরিবেশ অস্থির। এরই মাঝে ভর দুপুরে পায় নুপুরে চলে যায় সে আলতো মায়া লাগিয়ে, এক ঝলক রূপ শুধু চোখ ধাঁধাঁয়। ভেবে না পাওয়া যায় দেখেছি যা বাস্তব না কি কল্পনা।
ধীরে চলে ধরনী
ধীর মন হরনী
সকলই ভুলিয়া লয়,
জীবন করে আত্মকেন্দ্রিক
সুখ দু:খ রয় আপেক্ষিক
অন্তরে ঠাঁই দুজনায়।
জগতে বাচিঁয়া জগৎই বুঝি
পরপারের খেয়া খুঁজিয়া মাঝি
ক্যামনে ঠাঁই মিলাই,
দিবা রাএি একক যাএী
আপনারই সাথে করি মৈএী
ছায়াকে সঙ্গী বানাই।