মনেতে গড়ন যদি নাহি শুব্ধ হয়
পরেতে পাওয়া যদি নিজ মনে হয়
তবে শুধাই তোমায় হারাবে সবই-
যা-আছে;আর-নাই।
মন্দের মাঝে ভালোর জন্ম যে
মন্দেতে যেন নাহি মিশে যায়।
ক্ষ্যালেতে ধ্যানেতে আসে যদি ভাল সুর
তবে মন্দ পৃথিবী তোমায় টেনে নিবে কতদুর !
মাটির গড়া মানব দেহের একই ধাঁচ ধরন
এথা কোন ছাঁচের নিস্প্রয়োজন।
জীবনের গতিপথ মসিমাখা
একই কক্ষপথে ভিন্নরূপ আঁকা,
একথা ঠিক না কয়লা ধুলে ময়লা যায়না।