কৃপন নদী লুকায়েছ মমতাকে
শ্বাসরূদ্ধ করেছ তিস্তার বহতাকে
বণ্যাধারা বয়েঅান বর্ষার জলধারে
শুকনো নদে জল নেই এতটুকু
হাহাকারে বঙ্গ মরে ।
হে পর্শী মানবতর
খরা রূক্ষতায় অাজ বহু বাঙালী কাতর,
স্রতস্মীনি পাহারিকা বয়েচলে অনন্ত
জলধারে বাধদিয়ে একেমন বন্ধুত্ব??
ধৈর্য বলে টিকে অাছে বাঙালী
করে সর্ব বিতরন
অাক্ষেপ নয় অধিকার বলেই
জানতে চাই সব কারন।
কবে হবে বোধ উদয়
গঙ্গা তিস্তা মৌনমিতায়
নিজের খেয়ে পরের দোষ
শুকনো নদে বাইছি কোষ।