ফুল ঝড়ে কাঁটা মরে অলি চলে যায়
কত অলি এল গেল মোর আঙিনায়,
কাটাঁর ব্যথা দেইনি কারেও
বেধেঁছি পরে আপন করে
কাটাঁর ব্যথা মনে ধরে
জাননেি যে কেউ।

এ ক্ষনে হে ক্ষনিক অতিথি
কোন তিথি স্মরনে আসিলে ফুলবনে,
কি ভেবে লয়েছ;মরিয়া হয়ে উঠেছ?

এমনি কালে গগন তলে
গুনগুনায়ে যায়রে অলি
ভর যৌবনা পুস্পধারে
        কাটাবে বলো প্রমে খলায়।

কোন দোসরে অগোচরে টানে মোরে
দোষ কি হারাতে প্রেমে;গভীর এ চাঁদনী রাতে
কত শত রাত হয়ছেে গত ;তারে ভেবে প্রতনিয়িত
বড়েছেে শুধুই হ্রদয় ক্ষত........