মেঘ কেদেঁ যায় ফোটাঁ ফোটাঁ বৃষ্টি কনায়
কত অশ্রু ঝড়ে মাটির তরে
তাহাতে কি কারো আসে যায়?
শিশুকালে বেড়েছিলে ধীরে ধীরে, বড় হতে আরো বড় হলে; পৃথিবীর উপযুক্ত পরিনতি। এ সময় সন্ধিক্ষনে তোমার যে ক্ষীনকাল, বয়স প্রাপ্তি
পেতে পেতেই বয়স ফেরতের বেলা এসেযায়।
তাহা যে বোঝে- নিজে পারহতে- অতিক্ষীন কাল। কত সুপ্ত বাসনার অনুগুলো লুপ্ত হয় গুপ্ত বাস্তবতায়, অনাহারীর রক্ত সন্ঞালন বন্ধ হয়ে যায় অর্থ টানায়; অম্ব্রসরী হস্তগুন দোষে হারায়েছে রসাধর।