মাছের পাখি মাছ রেখে আজ
সালুক পানে কেন
পৃথিবী কি হয়েছে?
ছোট ছেলে কেন নদীর ধারে
ডেকে আন তারে
মা বলেছে; ডেকে আন তারে।
শিং ভাঙা গরু ঘাস খেয়ে যায়
যবর কাটে মনের সুখে
ঘুমায় চাবায়;ঘুমায় চাবায়;
পৃথিবী কি হয়েছে; কি হয়েছে অক্টোবারে?
কাক ডেকে যায় কোকিল নীরবে
বল- কাক কেন ডাকে?