বর্ষা হয়ে এস তুমি গ্রীষ্ম কি-বা শীতে
স্বচ্ছ বারি ধুয়ে লয়ে যাও খরতর ধমনীতে
সুন্দর; আরও সুন্দরতর হয়ে তুমি এস এ নয়নেতে,
ভুবন দোষে হলেম দোষী না হয় তোমায় দেখে।
এস তুমি বসন্ত বেশে
সৌরভ হয়ে যাও ফুলে ফুলে মিশে
এস তুমি রবি বেশে
রৌদ্র হয়ে যাও শত সবুজে মিশে।
দেখি তোমাতে শতরাঙা তনু
মাখি তাহাতে সাতরাঙা রংধনু
সৌন্দর্যতা দেখতে দেখতে বর্ন হারালো,
দেখে তোমাকে রাঙা সমুদ্র শৈবালের মত
হারালেম নিজেকে চলে যাওয়া ঢেউয়ের সাথে
তোমাকে দেখার স্বাধ তবু না মিটিল।