আপন ভেবে পাই কেবল আকাশ-নদী আর গাছ-পাখি
অবাক কিছু প্রেম ছড়িয়ে যায় রাতের চন্দ্র-তারা
সূর্যটাকে ভালবাসি শুরুর বেলায়; তারপরে অসুন্দর লাগে
আবার মায়া জাগে লুকাবার অস্তকালে।
মানবীর মাঝে ভালোবাসার আস্তা পাইনা
োদের সবকিছুই মিথ্যে সাজানো মনেহয়,
বিশ্বাস থেকে যে ভালোবাসার জন্ম হয়
সেই তো প্রকৃত প্রেম।
আর সৌন্দর্যের মোহকৃষ্ট প্রেম সবটাই কৃএিমতা
তবুো মানুষ কৃএিম প্রেমে মাতোয়ারা কারন এ
পৃথিবীটা যে একটা কৃএিম কুম্ভশালা।