রূপের স্বরূপ বুঝবে তুমি
রূপের মোহ নয়
শ্যাম হারালে মরুভূমি
হাহাকারে রয়