সৃষ্টি যা কিছুই সকলই যথার্থ তাঁর
কষ্টলব্ধে মিলে সকলের আহার
অতি বড় হতে অতি ক্ষুদ্রাকার
অতি সাধারন হতে অতি রুপকার
সকেলই সতন্ত্র- নিজ নিজ আকার
এইেতা সৃষ্টি সুএ বিধাতার।
নামে রূপে কতশত বৈচিএ
ছড়িেয় রয় আসমান-জমিন সর্বএ
আসা যাওয়া বেধেঁ দেয়া নিয়মে,
শুন্যে বসিত দিবা-রাতি স্ব স্ব দমকলে
থেমে নেই মহাশুন্য;ঘুর্ণ-বর্ধ-তালে
তবু থেমে যায় পাখিটায়;ডাকিলে যমে।
কত সুক্ষ- সরস -রূক্ষ সে পাখির পরান
বাদ্য তালে জলে স্হলে রয় সদা উর্ধতাণ,
মধুর জগৎ, মধু চরন, মধু অন্বেষে কাটে জীবন
কোথা সে মধু না জেনে শুধু ছোটে অকারন।
তিলে তিলে হলে শেষ ক্ষীন তনু ধ্বংসাবশেষ
জগৎ চরন হইল বৃথা; মিছেই মধু সমাবেশ।