পাইন‌ি পাএে পুন্যতার পূর্ণধারা
পাপে পুন্যে পৃথিবী পাগলপারা
প্রতিনিয়ত প্রকাশ পায় পাশন্ড প্রান
প্রতিহিংসায় পুরে পুরে পুন:রুদ্ধরন।
পিয়াসী পিঞ্জর পিপাসী পরান
পাবে কি পুন:রুদ্ধার পিছন পথে পুনবার,
পিতার পাপে পাপি পুএ
পোঁড়ায় পার্শদোষ প্রিয় পুএরে।

পাখির পায়ে পড়াইলাম পদক
পাবে না কো পার
পড়ন্ত প্রহরে পাখনা পিজরায়ে
পালে মিলে পুন:বার।


পার্থিব পাঠশালার পাঠের প্রপঞ্চনতায়
পরিপক্ক পঞ্চভুত পাঠ চুকে পালায়,