ওড়ে মোর ঘুমপাড়ানি কাষাণ কাঁথা ওড়ে
ঘুরে ঘুরে নৃত্য করে অনন্ত সে সুরে
দৈবাচালে ফুটল সখী চম্পা, গাধা ফুল
মনমাতানো ঘ্রাণ নিয়ে বিভোর হল সকাল।
আজি সখি শাখে শাখে
দোয়েল ফিঙে দোলে,
মন ভুলানো; মধু মাখানো
হিমেল হাওয়ার তালে।
নির্মলতায় তন্দ্রা ভেঙে
কি মায়ায় আজ মন মজালে,
সসাধন আজ আনন্দঘন
সেথা যে তার রূপ মাখানো
নিহুল কথায় সখের পাতায়
ঝড়ছে সবই মনমাতানো।
আজি এ ধরাতলে
ফুলে ভ্রমর দোলে দোলে
কত পাখি গায়
গাছের শাখায় শাখায়।
আনন্দ হিল্লোল মৌ ভ্রমরার কল্লোল,
ফুলে ফুলে তারই রোল।
পরান আজি চিও সংঘে
ঘুরে ঘুরে নাচেরে। ......২
ওড়ে মোর ঘুম পাড়ানি কাষাণ কাঁথা ওড়ে।......১
মন মাতানো স্যামঘন ক্ষণে
প্রিয়া আমার আসেরে।......২
মন রাঙিয়ে ফুল ঝড়ায়ে
তোমায় নিয়ে নাচেরে।......১
কিষান রেখা; অমৃত শাখা
দুয়ের মাঝে আপন রে
মন রাঙিয়ে সাজেরে........২
চিক চিক সোনা রোদ
চৈতল ছেড়ে আনে নলদ
দেহ করে ছলত ছলত।
এই ক্ষণে আমাদের একটি ভুবন
যেথা বহে সদা সুখের গুঞ্জন।