সর্প আসিবে ময়ূর ও নাচিবে বাজিবে বাশি যখনই।
সৃস্ট জীবের সেরা নুরের সেজদা করা
মাটিতে লুকায় নুর তখনই।
আদিকাল হইয়া গেল তোমার পরকাল
বাশি কেন শয়তান বাজাইল,
ময়ুরের ডানা একটা না সত্তর খানা
খুলিয়া খুলিয়া পড়িল ।
আদম
কি অপরাধ করিল দুনিয়ায় আসিল
মহাকাল রাখিল আরশে
তাহার ই আবেশে ভবেতে এসে
পরীক্ষায় পরীক্ষায় জীবন যায়।
ক্ষনিকের আশায় ভব মায়ায় জড়ায়
জীবন তো আর অনন্ত নয়।
সুখের রাজ্য ত্যাজ্য করিয়া ক্যমনে মানুষ ভুলিয়া রয়।
যেথা হতে এসেছ সেথা ফিরে যাবে
জড়াইওনা মানুষ মিথ্যার ভবে।
মানুষ
কি পাবে জানে না কি চাইবে বোঝে না
হায় হায় করে শুধু কিছুই নাই।
মাটির এ জমিনে জন্মেছ কি এমনে?
শুরুর দায় গুরু জানে, তুমি আমি সরল মনে
গোলামি তাহার করে যাই।