শুকনো মর্মর পাতাটি গাছ থেকে বোটা খসে পড়ল নদীর চলমান শীতল জলে, তাতে কি আর মরা পাতার তৃষ্ণা মেটে আবার নুতনে ফোঁটে? ভবিষ্যত করি নৎস ভবিতব্য নব্য কাব্য আর না করি জব্দ। নির্ভাবনায় নুতন ঠিকানায় হব আমি নব্য, বাজালে প্রানে নুতন শব্দ মনমিতা সাধাসিধে শুনিবে কথা।
শুন্য দ্বারে আসুক সাফল্য তার
পূন্য মনে ডাকুক বারেবার
ভাবনার দরূন করুন মূহুর্ত
বেধেঁ দেয়া কালের খেয়া পারাপার শর্ত
ভেঙে গড়ুক নব আকার।
বন্দী স্বাধ নদী পাল্টাক গতি
নীতি না হোক কোন অবনতি
দুরে ভেসে যাক সকল জঞ্জাল
তৃষ্ণার্ত পাহাড় চুয়ে নামুক শীতল জল
শুন্য দেহে ফিরে পাক পূর্ন রতি।
নুতন কূলে রঙিন ফুলে
উঠুক ভরে কানায় কানায়
অতৃপ্ত তৃষ্ণা অসীম নেশা
না যেন মরে হাহাকারে।