আজ পুরা দেশটা ভইরা গেছে চোরে চোরে
সবাজায়গাতেই চলতে চায় গায়ের জোরে
আলু আছে পটল আছে সব বোস্তা ভরা
পাবলিক শুধু মুলা দেখে, চোরের কর্ম সাড়া।
আকাশ দেখি পাতাল দেখি, বলতে আছে মানা
গুরু আমার সবই জানে তবুও সাজে কানা।
সত্য কি আর মিথ্যে কি পাবলিক জানতে চায়
মূল্য নেই গনতন্ত্রের, হলে মূল্যবোধের অবক্ষয়।