জগতিক জগতে যত জীব জন্মেছে জগত জুড়ে জাত-জাতি জুড়েছে,
যতিই জাতি জ্ঞাতি দোহাই দেই, শুরুর জাত একটাই
আসল তার ধর্ম-কর্ম ভেদ বিভেদিনু মানব চর্ম,
সাদা-কালো-তামাটে; লম্বা-মোটা-শুকনো-বেটে
সবই মানুষ ভবেতে
মিল অমিল একসাথে
একই পাএ জন্মলয়।
তবু দেয় যে মানুষ কিসের দোহাই
দ্বীন বীনে পাবেনা রেহাই
এ নিত্য সত্য।
যতই হোক জাত বেজাতে মও
সাধন বলে জ্বেলে অনল পবিএ কর না পাক জল,
নয় যে দেহবল বয়েলয় মহাকাল
হেনরুপ ভীরু কু-মত তাল
নোংরা জলে জব্দ ধরাতল
নিজেরে নন্দি ভাবি মাতাল
সাধন খানা বীলীন হলে বাহুডোরে আর বাঁধিবেনা ধরাতল।