মনে মিশুক মন মাধুরী, মন মঞ্চে পঞ্চ আদুরী, তোমার আধাঁর রাতের মায়া বাসরী। দেখেনু তোমায় নিদ্রা শেষের তারকা কিনারায়।
দুর নক্ষএ পরনারী ডাকে মায়াবী সুরে
ডাকে কাছে ডাকে
কাছে পেতে চাইলে যায় আরও দুরে
হারায় বহু দুরে কাচেঁর গড়া মনটা ভেঙে।
কস্ট গুলো আমার পড়ে রয় নিথর,
নারীর মন যে পাথর।
এই মন আঙিয়ে চোখের জল গড়িয়ে পড়ে আপন পাএে
তখনও নারী সুখ বিলায় যএে-তএে।
জীবনের অমিনিশায় বিদেশিনির সুখ দিয়েছিল ক্ষনিক
সেই সুখে হারিয়েছিল দেখে সুন্দর মুখ- জীবন ভুলেছিল এই মানিক।
আজ জীবনটাকে টিকে রাখা হল দায়
আর তোমায় ভুলে থাকা- কত যে অশ্রু ঝড়ায়।
প্রেমের আঙারে পুড়ে ছাই হয়ে গেছে অন্তর,
ধোঁয়ায় ধোঁয়ায় ধ্রুম জালে উড়িয়ে দিলাম দেহ ভৎস।
সে ধোঁয়ায় আচ্ছাদিত হল প্রেম-প্রীতি- পৃথিবীর প্রান্তর।