ভালোবাসা লেগে থাকে ভালোলাগার বস্তু কনায়, প্রখর রৌদ্র শীতল লাগে ফানা হলে ভালোবসায়। নিরাকার আছে লুকায়ে হ্রদয়ে তোমার, পৃথিবীকে শুধু জেনেছ তুমি চিননি নিজের ভিতর। ফানা হলে প্রেমেতে দুনিয়া-আখের,নিরাকারে আকার করে লয় পিঞ্জর খুঁদে। সে চেতনা ভারি করিবে হ্রদয়, তিলে তিলে জমে দিলে পাবে স্ব মহিমায়।
আঁধারে শুরু আঁধারে সমাপন
চির সওার আলোয় বিচরন
ঘুর্নন পৃথিবীর গুঞ্জন নীর ছেড়ে
নাও বদলায় মাঝি; ভীরে না না তীরে
এক সওাই বহু মওা
রূপ বদলে রূপের খোলস
জগৎ মিত্র নায়ের মায়া
মাঝির বল কি গুন-দোষ।