একেই বলে জীবন
জড়তার ন্যায় রয়না মন
কখনও করে পর কখনও আপন
ক্ষনে ক্ষনে পাল্টে ঘাটে ঘাটে।
প্রাপ্তি-পূর্ণতা, ব্যার্থ-শুণ্যতা
এরই মাঝে টিকে থাকা
একেই বলে জীবন।
জীবের একটা বৈশিষ্ট
কিছু উওম কিছু নিকৃষ্ট
দু’য়ের এক মানিয়ে চলা
বেচেঁ থাকাকেই জীবন বলা।