নীরব রাতে নিথর আমি
বুকেতে পাথর চাপা দিয়ে রয়েছি,
নিষ্ঠুর পৃথিবীর নিয়তির পরিহাসে
বৈষয়িক ভাবনা গুলো সব লুকিয়ে রেখেছি।
সমসাময়ীক ইচ্ছে সকল
যথাসাধ্য স্বাধে হয়নি সফল।
যথারূপ জগতে সকলের মাঝে আজও রয়েছি বেঁচে
মরনের দুয়ার ঘেঁষে।
না চাই বেশি কিছু আর
না করি শুণ্যতার হাহাকার ,
নেই’কো আমার চাওয়ার অধিকার
অধিকার নেই ইতি টানার-
জীবনের সমাহার।
তাই এখন এই শুণ্য জীবন
নব রূপে করি গোছানোর আয়োজন
যেটুকু সময় রইব বেঁচে,
কাটবে জীবন যেমন তেমন সাজে
সাধারন হয়ে রইব সুধীজনের সমাজে
মান মর্জাদার উপর কি-বা নিচে।