চাকর গোলাম দাস প্রবৃ‌ওি
‌নিভৃত পরা‌নে জ্ব‌লে স্বাধীনতার বা‌তি
স‌হে স‌হে র‌য়ে যাওয়া কত‌দিন আর
স্বাধীনতার সু‌খে উল্লাস তোমার রজ বাহার।
নদীর মত জোয়ার ভাটা‌ ফির‌বে আবার জীব‌নে
ফু‌লেফে‌পে উঠ‌বে ঢেউ
                      গর্জন অনুধাবন চন্দ্রগ্রহ‌নে,
ধীর লয় সুপ্ত শক্তি আছে যত জমা‌য়ে
প‌রি‌বে‌শের প্র‌তিকূ‌লে রাখ‌বেনা তা‌রে দমা‌য়ে।
স্বাধীনতার সপ্ন দে‌খি,স্বাধীন হব ব‌লে
স্বপ্ন তোমার স‌ত্যি হ‌বে কোন এক সকা‌লে।