উদাসী হারিয়েছে দিশা নীলাম্বু র নীলে
খেচর ভেঙ্গেছে খাঁচা মিলেছে পালে
ভ্রামরা করেছে নেশা পেয়েছে শতদলে
তোমায় বেঁধেছি আমি মনমনিকাঞ্ছ তলে।
রাজন তালে ছন্দ মোচন হলে ভারি দায়
সুরের পতন হারায় রতন ভাব- ই-কবিতায়,
হৃদ ভক্তি অধঃই রক্তি যেথা মূর্ছা খায়
কবির যতন অতিরোদন মূর্ত ভূমিকায়,
এহেন যদি দহন অতি উল্টো পথ ধায়
মর্ত্যে বাসর; শূন্যে আসর আত্ম পূর্ণতায়।