কি করি; কি করি, হায়! সবই বুঝি হারিয়ে যায়!
অসময়ে হলো ভোর ভেস্তে গেল সবই মোর।
কালের ক্ষ্যালে পড়ল অকাল নিদ্রাদোষে হইলাম মাতাল।
ঘুরিয়া মরিতেছে-শসস্র ঝড়িয়া পড়িতেছে-অজস্র,
বুঝিতে পারিনাই উঠবে সে ঝড় দমকা হাওয়ায় কল-কাঠি হইবে নড়বড়।
আক্ষেপে তবু বাড়িয়ে দেই হাত না পেলে ভাংবে জানি নির্ঘাত।
কি নুর ছিল ঐ চন্দ্রিমার পরিসনে , দিয়েছিল এহেন না না আয়োজনে!
যখনই কিছুটা বুঝতে শিখেছি, জেনেছি তখন আর সময় নেই বাকী।
বুনো হাওয়ায় উড়িয়ে নিল যত্নে বোনা ধান
শূন্য মাঝে মিশে গেল রক্তে রক্ষিত রতন।