যদি হিমালয় হয়ে এসো
ভালোবেসে শুধু আমাকে,
যদি তোমার নিলাচলে গগন মিলে
ছড়ায় ভালোলাগার রংধনু
শুধু একটুকু সুখ;
আমি গগন হতে বিমুখ হয়ে
চেয়ে রইব তোমার পানে।
ভালোবাসার সাগর থেকে এনেদিব তোমাকে
একরাশ সুখ ধারা।
ভালোবাসি ভালোবাসি বলে হারাবো নিজেকে
প্রেম সাগরের মাঝে।
বন্ধু তুমি স্রত হয়ে আস যদি
আমার সাগর কুলে
প্রেমের জালে জড়িয়ে নেব
ভালোবাসার ফুলে।